আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৯শে আগস্ট ঈদুল আজহার ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হল খোলা প্রসঙ্গে শাহপরাণ হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন জানান, কাল ভোরেই হলের বিদ্যুৎ ও পানির লাইনের সংযোগ দিয়ে দেয়া হবে। শিক্ষার্থীরা সকালেই হলে উঠতে পারবে।
বিডি প্রতিদিন/৩১ আগষ্ট ২০১৮/হিমেল