ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাস্টমী উদ্যাপন পরিষদের সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দু সাহা। ধর্মালোচক ছিলেন কেন্দ্রিয় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সদস্য ড. মিলন কুমার বসু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, রেজিস্ট্রার (ভার.) এস.এম আব্দুল লতিফসহ হিন্দুধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/০২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব