শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে সমন্বিতভাবে সেমিস্টার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ফলে একটি নির্ধারিত সময়সীমায় সকল বিভাগের সেমিস্টার পরীক্ষা একসাথে শুরু ও শেষ হবে।’
সোমবার বিকালে উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী সেমিস্টার (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) থেকে নন মেজর কোর্সগুলো স্ব স্ব বিভাগের অধীনে থাকবে বলে এসময় জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম