মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ফিউচার ইয়ুথ সামিট-২০১৮'র এক্সিকিউটিভ মেম্বার (নির্বাহী সদস্য) নির্বাচিত হয়েছেন সাহিত্যিক ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরোজ মেহেদী।
কমনওয়েলথ সেক্রেটারিয়েট, কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিল ও কমনওয়েলথ ইয়ুথ ইনোভেশন সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এ সামিটে মেহেদী তথ্য ও প্রযুক্তি বিভাগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
পৃথিবীর বিভিন্ন দেশের পাঁচ শতাধিক তরুণ নেতা, উদ্যোক্তা, সমাজকর্মী, শিল্প বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, সমাজকর্মী এ সামিটে যোগ দেবেন। সামিটে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাটরিসিয়া স্কটল্যান্ড, ভারতের প্রখ্যাত লেখক ও সমাজকর্মী বন্দনা শিভা ছাড়াও রাশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইথিউপিয়াসহ বেশ কয়েকটি দেশের মন্ত্রীদের যোগ দেয়ার কথা রয়েছে।
এ বিষয়ে সাহিত্যিক সরোজ মেহেদী বলেন, দেশকে প্রতিনিধিত্ব করতে সব সময়ই ভালো লাগে। সারা পৃথিবীর সামনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করবো, এ অনুভূতি অভাবনীয়। কমনওয়েলথ আমার ওপর যে আস্থা রেখেছে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে তার প্রতিদান দেয়ার চেষ্টা করবো।
বাংলাদেশেও যেন এমন সামিট হয় সে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এ তরুণ গবেষক।
গত ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজে' গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন গণবিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের শিক্ষক সরোজ মেহেদী। তার আগে ২০১৬ সালে দ্য বিথ ইউনিভার্সিটি অব অ্যাপলায়েড সায়েন্স-বার্লিন, জার্মানি, আকদেনিজ ইউনিভার্সিটি ও খোজায়েলি ইউনিভার্সিটি অব টার্কির যৌথ আয়োজনে সেকেন্ড ইন্টারন্যাশনাল কনগ্রেস অন মিডিয়া স্টাডিজে ‘অটপসি অব নিউ মিডিয়া ফ্রম আসপেক্ট অব স্যোশাল মিডিয়া’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন মেহেদী। একই বছর স্লোভাকিয়ার কনস্টানটাইন দ্য ফিলোসোফার ইউনিভার্সিটি থেকে ‘দ্য এফেক্ট অব ইন্ডিয়ান পপ কালচার অন বাংলাদেশ’শীর্ষক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয় তার।
গণবিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের শিক্ষক সরোজ মেহেদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক শেষে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ড নিয়ে হাঙ্গেরির প্যাননিয়া বিশ্ববিদ্যালয় ও তুরস্কের কাদির হাস বিশ্ববিদ্যালয় থেকে ইউরোপিয়ান স্টাডিজের ওপরে দুটি ক্রেডিট প্রোগ্রাম সম্পন্ন করেন।
২০১৮ সালে ফেব্রুয়ারিতে দেশে ফিরে গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বেশকিছু প্রাইভেট ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে ক্লাস নেন মেহেদী।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৮/আরাফাত