সারি সারি ১২টি দোকান। দোকানগুলো বাহারি রকমের পিঠা দিয়ে সাজানো। কোন কোন দোকানে ২০ প্রকারের, আবার কোনটাতে তার চেয়ে বেশি প্রকারের পিঠা সাজানো রয়েছে। এক একটির দাম এক এক রকম। কোনটির দাম ৫ টাকা আবার কোনটির ২৫ টাকাও। দোকানগুলোতে প্রায় ২০০ প্রকারের পিঠা রয়েছে। পিঠাগুলো কেউ খাচ্ছেন আবার কেউ নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য। দৃশ্যটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজিত পিঠা উৎসবের।
বাঙ্গালি সাংস্কৃতিকে তুলে ধরতে "প্রাণের টানে সবাই ছুটুক, ভীড়ের মুখে হাসি ফুটুক/ দেখা হবে ঠিক ওখানে, এই জাহিরার নিমন্ত্রণে" -এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর বার্ষিক পিঠা উৎসব ও হিম আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সিক্রেটস চত্বরে ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. বশির উদ্দিন আহমেদ উৎসবের উদ্বোধন করেন।
আয়োজনের বিষয়ে আয়োজক ও ইনস্টিটিউটের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শাহাদাত জানান, বাঙ্গালি সাংস্কৃতিকে তুলে ধরতে এবং ক্যাম্পাসের পরিবেশটাকে আরো হিম করে তুলতে আমাদের এ আয়োজন। এটি আমাদের দ্বিতীয় আয়োজন। আশাকরি আগামী বছরগগুলোতে এ আয়োজনের ধারাবাহিকতা রাখতে পারবো।
বিডি প্রতিদিন/হিমেল