জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবন সংলগ্ন মুরাদ চত্বরে থেকে এ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বিক্ষোভ-মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার, জাকসু ভবনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘মূলত ক্ষমতাসীনরা বিশ্ববিদ্যালয়ে তাদের একাধিপত্য হারানোর ভয় এবং ছাত্র সমাজের প্রতি যথেষ্ট আস্থার অভাবেই দীর্ঘদীন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে। অবিলম্বে জাকসু নির্বাচন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’
সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক আতাউল হক চৌধুরীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১২ জানুয়ারি উদ্বোধনের বছরই অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরপর ৭৪, ৭৯, ৮০, ৮১, ৮৯, ৯০, ৯১ ও ৯২ সালসহ মোট নয়বার নির্বাচন হয়। ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি তৎকালীন প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে।
বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ অনুযায়ী ১৯(১) এর (ক) ও ১৯(২) ধারা মেনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি পর্ষদ সিনেটে জাকসু নির্বাচনের ব্যবস্থা করা এবং উপাচার্য প্যানেল নির্বাচনে সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধির বিষয়টি গত ২৬ বছর নিশ্চিত করা হয়নি। ফলে শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও অধিকারের যথাযথ প্রতিফলন ঘটছে না সিনেটে। তৈরি হচ্ছে না দক্ষ ছাত্র নেতৃত্ব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন