ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিতের তিন মাস পর তফসিল চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও ভোটকেন্দ্র হলের বাহিরে স্থাপন, ৩০ বছরের সময়সীমা বাতিলসহ সাতদফা দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
পরে দাবির বিষয়ে সাংবাদিকদের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ছাত্রদল সভাপতি রাজীব আহসান । তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ডাকসু ও হল নির্বাচনের পূর্বশর্ত হল ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান। যা বর্তমানে নেই। তাই ন্যূনতম তিন মাস ছাত্রসংগঠনসমূহের সহাবস্থান নিশ্চিত ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ড করার অধিকার নিশ্চিতের পর তফসিল ঘোষণার দাবি জানিয়েছি। এছাড়াও ভীতিহীন পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র হলগুলো থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করতে হবে। ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে ৩০ বছরের যে সময়সীমা দেওয়া হয়েছে তাও বাতিল করতে হবে। এ সময় তিনি ডাকসু নির্বাচনকে সামনে রেখে নয়, বরং স্থায়ী সহাবস্থান চান বলেও মন্তব্য করেন।
এর আগে, গত ২১ জানুযারি পরিবেশ পরিষদের বৈঠক শেষে ছাত্রদলকে ক্যাম্পাসে ফেরার আহ্বান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেই আহ্বান সত্ত্বেও কেন তারা ক্যাম্পাসে আসেনি এমন প্রশ্নের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ছাত্রলীগের কিছু নেতা আন্তরিকতা দেখালেও অন্যান্য নেতারা দেখায়নি। তাই আমরা ক্যাম্পাসে আসিনি। এরপর আমাদের একজন নেতাকে মারধরের ঘটনাও ঘটেছে।
সংগঠনটির অন্যান্য দাবিগুলো হল ডাকসু গঠনতন্ত্রের সভাপতির ক্ষমতা সংক্রান্ত ৫ এর (এ) ধারা ও ৮ এর (এম) ধারাটি সংশোধন করা, নির্বাচনের লক্ষ্যে গঠিত কমিটিগুলোকে পূনর্গঠন করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের এসব কমিটিতে অন্তর্ভূক্ত করা, ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতাদের প্রচারণায় অংশগ্রহণে বাধা প্রদান, হামলা, মামলা ও গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করা, ইতোপূর্বে বিভিন্ন শিক্ষার্থী ও নেতাদের উপর হওয়া হামলার সুষ্ঠু বিচার করা প্রভৃতি।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব