কানাডিয়ান ইউনিভাসিটি অব বাংলাদেশ'র ৮ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিভার্সিটির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্বকরেন বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মহাম্মদ মাহফুজুল ইসলাম।
এ সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভাসিটি অব বাংলাদেশ বোর্ড অব টাস্টিজের সভাপতি ড. চৌধরী নাফিজ শারাফাত, স্কুল অব বিজনেস'র ভার্চুয়াল ডিন প্রফেসর এমিরেটাস ড. আতিউর রহমান, এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান, প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম, পফেসর এম. এ. আরাফাত, পফেসর মো. মাহবুবুর রহমান, ̄স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান এস.এম. আরিফুজ্জামান, টেধজারার এহসানুল কবির (মনোনীত), রেজিস্টধার বি. জে. মো: আসাদুজ্জামান সুবহানী (অব.) এবং এডিশনাল রেজিস্টার বাহাউদ্দিন মোহাম্মদ ঈছা।
সভায় মানসম্পন্নশিক্ষা পদান, মেধাবী শিক্ষাথীদের বত্তি, ইউজিসি কতক সকল নিয়ম বাস্তবায়ন, বিভিন অনষদের শিক্ষক নিয়োগ ও নানা সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন সিন্ডিকেট সদস্যরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর