রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, সারা বিশ্ব এখন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের কমেডি ইস্যুতে মনোযোগী হয়ে পড়েছে। সিরিয়ার সংকট, ইয়েমেনে দুর্ভিক্ষ, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুগুলোতে দৃষ্টি দেওয়া হচ্ছে না। ভেটো প্রদানকারী এইসব দেশগুলোর রোষানলে এখন সারা বিশ্ব।
রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ছায়া জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে মানবতার শক্তিতে উজ্জীবিত হও’ এ প্রতিপাদ্য নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয় এই সম্মেলন। রবিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সংসদ সদস্য বাদশা বলেন, বিশ্ব এখন তাদের হাতে সার্বভৌমত্ব জিম্মি রেখে চলছে। ভেনেজুয়েলায় কে রাষ্ট্রপতি হবে কে প্রধানমন্ত্রী হবে তাও আমেরিকা ঠিক করে দিচ্ছে। বিশ্ব শান্তি রক্ষার জন্য প্রথমে জাতিসংঘের গণতান্ত্রয়ণ জরুরি। জাতিসংঘ এখন সম্পূর্ণই ছায়া জাতিসংঘ হয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমি অত্যন্ত খুশি কারণ আমার এই মতিহারের বিশ্ববিদ্যালয় বিশ্ব শান্তির জন্য সচেতন অবস্থানে আছে। ভালো লাগছে কারণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বে পরিচিতি লাভ করবে। এই ফোরামের বক্তব্য বহুদূর যাবে। বিশ্বে মতিহারের বার্তা পৌঁছে দিতে চাই। এই ফেরামের কার্যক্রমের সাথে আমি সর্বদা আছি এবং গর্ববোধ করছি। যারা বিশ্ব শান্তির জন্য কাজ করে আমি তাদের সঙ্গে আছি।
আন্তর্জাতিক ছায়া জাতীয় সম্মেলনের এই সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউনিভার্সিটি অব জাপানের অধ্যাপক মোখলেসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের মাকের্টির বিভাগের অধ্যাপক শাহ আজম ও হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমরান মাহমুদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন