দীর্ঘ প্রায় ২৮ বছর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বহুল প্রত্যাশিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো তাদের কার্যক্রম বাড়াতে শুরু করেছে।
এদিকে, ডাকসু নির্বাচনে বেশকিছু পদে ছাত্রলীগের বিপক্ষে লড়ছে সংগঠনটিরই কয়েকজন ছাত্রনেতা। রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে, বেশ কিছু পদে ছাত্রলীগ ঘোষিত প্যানেলের বিরুদ্ধে প্রার্থী হয়েছে সংগঠনটির বেশ কয়েকজন নেতা। তাদের অভিযোগ, নিজ সংগঠনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, 'সবাই সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে। নেতৃত্বের গুণাবলি বিকাশের জায়গা এটা। যারা দাঁড়িয়েছে তারা যদি বিজয়ী হয়ে আসতে পারে আমরা তাদেরকে স্বাগত জানাবো।'
বিডি প্রতিদিন/এ মজুমদার