যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশের ৭ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
লিটন বলেন, যুব সমাজের অনেকে নানাভাবে বিপদগামী হয়েছে। কেউ জঙ্গিবাদে জড়াচ্ছে, কেউ মাদকাসক্ত হচ্ছে। তাহলে বাংলাদেশ কাদের হাতে দিয়ে যাব? কেননা যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে। কিন্তু দুঃখের বিষয় যুব সমাজের নানাবিধ দিকে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার আয়োজনে অধিবেশনে আইন ও সালিশ কেন্দ্রে’র (আসক) নির্বাহী ও টিআইবির চেয়ারম্যান সুলতানা কামলা বলেন, তরুণরাই সমাজের প্রতিনিধি। সমাজে তরুণদের প্রতিনিধিত্বশীল মনোভাব তৈরি করতে হবে। কেননা তরুণদের দৃষ্টিভঙ্গির উপরই দেশ গড়ে ওঠা সময়ের দাবি।
সভায় সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
যুব সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন- অ্যাডভোকেট সুলতানা কামাল। যুব স্পিকার ছিলেন- ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী। সরকার দলের প্রধান ছিলেন, রয়েল বিশ্বাস ও বিরোধী দলীয় প্রধান আয়াতুল ইমরান।
সংসদ অধিবেশনে বাংলাদেশের প্রতিটি আসন থেকে একজন করে ৩০০ যুব সংসদ সদস্য অংশ নেন। এ অধিবেশনটি আইসিটি, গুড গভারমেন্ট, এসডিজির উপর মুক্ত আলোচনায় তিনটি সেশনে অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম