ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক ওই কর্মকর্তার নাম অলিউর রহমান সেতু। তিনি বিশ্ববিদ্যালয়ে সংস্থাপন দফতরের শাখা কর্মকর্তা।
সোমবার কুষ্টিয়ার আলামপুল এলাকার বালিয়াপাড়া নামক স্থানে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
আটক অলিউর রহমান সেতু বালিয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। এর আগে তিনি অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাত মাস জেল খাঁটেন। এসময় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখস্ত করে প্রশাসন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানায়, সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেকের নেতৃত্বে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছে ২০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৭, ০৪/০৩/১৯।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘তার আটকের বিষয়টি আমরা শুনেছি। এর আগেও একটি অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আবারও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম