দক্ষিণ কোরিয়ায় পিএইচডি গবেষণার জন্য বৃত্তি পেয়েছে আইইউবিএটির দুই অ্যালামনাই। কোরিয়ান সরকারের ‘জাংলুয়ক’ পিএইচডি বৃত্তি প্রাপ্ত আইইউবিএটির মেধাবীরা হলেন কম্পিউটার সাইয়েন্স এবং ইঞ্জিয়ারিং বিভাগের মো. হুমায়ন কবির এবং মো. আল আমিন।
তারা দুজনেই আইইউবিএটিতে কর্মরত ছিলেন। দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয়য়ে অ্যাডভান্স সলিড মেকানিক্যাল ল্যাবে পুরোপুরি কোরিয়ান সরকারের দেওয়া পাঁচ বছরের বৃত্তিটির সুপারভাইজার হিসেবে থাকছেন ইনহা বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অনুষদের অধ্যাপক চো চোং ডু এবং কো সুপারভাজার হিসেবে থাকছেন আইইউবিএটির সহযোগী অধ্যাপক ড.নিলয় কুমার দে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়য়ের সাথে আইইউবিএটির শিক্ষা-গবেষণা চুক্তি রয়েছে তার-ই ধারাবাহিকতায় গ্র্যাজুয়েটগণ বৃত্তি লাভ করে উচ্চতর শিক্ষাগ্রহণ এবং গবেষণার কাজে বিদেশে যাচ্ছেন। তারা উচ্চতর ডিগ্রি গ্রহণ করে দেশে এবং বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। যা দেশের আর্থ- সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৯/মাহবুব