কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে ‘হায়ার এডুকেশন অপারচুনিটিস-হোম এ্যান্ড এব্রোড’ শীর্ষক সেমিনার। সোমবার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন থেকে আসা ১৩ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটির এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের প্রধান ড. এম মামুন আল বশির।
সেমিনারের মূল লক্ষ্য ছিল উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে শিক্ষার্থীদের জানানো। বিভিন্ন দেশ থেকে আসা এসব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের কাছে উচ্চ শিক্ষা গ্রহণের নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার, বিজনেস স্কুলের প্রধান এস এম আরিফুজ্জামান আরিফ, আইন বিভাগের প্রধান ড. আব্দুল্লাহ্-আল্ মঞ্জুর হোসেন, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল, শিপিং এন্ড মেরিটাইম সায়েন্স বিভাগের প্রধান ক্যাপ্টেন কাজী আলী ইমাম, ইইই বিভাগের প্রধান ড. মো. শাহরুখ আদনান খানসহ অনেকে। এতে কানাডিয়ান ইউনিভার্সিটির সিনিয়র শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/ফারজানা