বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও প্রাবন্ধিক আবুল মোমেনকে ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার-২০১৮’ দেয়া হচ্ছে। আগামী ৯ মার্চ অনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এ বছর ‘নিঃসঙ্গতার মুখর সময়’ উপন্যাসের জন্য সেলিনা হোসেন এবং গবেষণা গ্রন্থ ‘রবীন্দ্রনাথ: বিকল্পহীন অবলম্বন’ এর জন্য বিআবুল মোমেনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৭ সাল থেকে ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার’ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ৯ মার্চ বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ বছরের ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা