দুই মাসের বেশি সময় পার হয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাৎসরিক ডায়েরি বের করতে পারেনি প্রশাসন। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।
জানা যায়, প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে বাৎসরিক ডায়েরি বের করা হয়। প্রতিবছরের মতো এ বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি প্রকাশ হওয়ার কথা। কিন্তু সর্বশেষ ২০১৮ সালের ডায়েরি বের করা হয়েছিল। যার মেয়াদ শেষ হয় ডিসেম্বর মাসে। এরপর ২০১৯ সালের ডায়েরি জানুয়ারি মাসে বের করার কথা থাকলেও অজ্ঞাত কারনেণে ডায়েরি বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং দফতরের তথ্য জানতে সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী যুগেশ ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারির জন্য বাৎসরিক ডায়েরি যথা সময়ে প্রকাশ করা উচিৎ। সময়মত ডায়েরি প্রকাশ না করায় আমরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়ছি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন বলেন, যারা এটার দায়িত্বে আছেন, তাদের উচিত যথাসময়ে ডায়েরি প্রকাশ করা।
এ ব্যাপারে জানতে চাইলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ডায়েরী প্রস্তুতের কাজ চলছে। খুব দ্রুত তা প্রকাশ করা হবে। তবে দুই মাস বিলম্বের ব্যপারে নির্দিষ্ট কোন কারণ তিনি জানেন না।
বিডি প্রতিদিন/ফারজানা