ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র চার কৃতি শিক্ষার্থী ইরাসমাস+ বৃত্তি পেয়ে ইউরোপে লেখাপড়ার সুযোগ পেয়েছে। তারা স্লোভেনিয়ার ইউনিভার্সিটি অব মারিবোর (ইউএম)-এ আগামী সেমিস্টারে লেখাপড়া করবে। প্রায় সাড়ে ৩০০ আবেদনকারীর মধ্য থেকে এই চারজনকে বৃত্তির জন্য বেছে নেওয়া হয়।
ইরাসমাস+ বৃত্তি সম্পূর্ণভাবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। ‘টাইমস হাইয়ার এডুকেশন ম্যাগাজিনে’র জরিপে ই.ইউ-তে নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে গবেষণাভিত্তিক ১০টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘দ্যা বেস্ট ইউনিভার্সিটিজ ইন নিউ ইউরোপ ইন ২০১৮’ হয়েছে ইউনিভার্সিটি অব মারিবোর।
উল্লেখ্য, বৃত্তি পাওয়া চার শিক্ষার্থী ইউনিভার্সিটি অব মারিবোর-এ যেসব কোর্সে অংশগ্রহণ করছে সেই একই পাঠ্যসূচি আইইউবি-তে অন্তর্ভুক্ত রয়েছে।
চার শিক্ষার্থীর মধ্যে আইইউবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অঙ্কুর দত্ত এবং সামিরা ফাইরুজ আহমেদ ইউএম’র ফ্যাকাল্টি অব ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে লেখাপড়ার সুযোগ পেয়েছে। এছাড়া, আইইউবি’র ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ সরকার ইউএম-এর ফ্যাকাল্টি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস এবং আইইউবি’র ইংলিশ লিটারেচারের শিক্ষার্থী জাহানারা তারিক বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব আর্টসে লেখাপড়ার যোগ্যতা অর্জন করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা