ইয়াবাসহ আটক হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। অলিউর রহমান সেতু নামের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানা গেছে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বরখাস্তের বিষয়টি জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, ‘ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেল-হাজতে অবস্থান করায় অলিউর রহমান সেতুকে বিশ্ববিদ্যালয় কর্মচারি দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫ (এ) ধারা অনুযায়ী মঙ্গলবার (৫ মার্চ) থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
প্রসঙ্গত, সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার আলামপুর এলাকার বালিয়াপাড়া নামক স্থান থেকে অলিউর রহমান সেতুকে ইয়াবাসহ আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার