বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রের মধ্যে প্রতিবন্ধীদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে অভিজ্ঞতা বিনিময় সংলাপ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শারীরিকভাবে অসমর্থদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ পারস্পরিক অভিজ্ঞতা সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপাচার্য বাউবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে সি আর পি’র স্বাস্থ্য ব্যবস্থাপনা বিস্তরণের আহ্বান জানান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সি আর পি প্রতিষ্ঠাতা ও সমন্বকারী ভেলরী এ টেইলর, প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ও পরিচালক, তথ্য ও গণসংযোগ মো. আবুল কাসেম শিখদার।
মুক্ত আলোচনায় সিআরপিতে কর্মরত বাউবি’র শিক্ষার্থীগণ অংশ নেন। অভিজ্ঞতা সংলাপ বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, অধ্যাপক ও প্রশাসনিক বিভাগের পরিচালকগণ অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার