জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেছে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় এ ঘটনা ঘটে। এতে অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের লিমন গুরুতর আহত হয়।
জানা যায, লিমন তার বন্ধুদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিচে দাঁড়িয়ে কথা বলছিল। এসময় ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থীরা নবীন বরণ অনুষ্ঠান শেষে দলবদ্ধভাবে বিভাগে যাওয়ার পথে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ১২ তম ব্যাচের রিফাজুল ইসলাম রিফাজের গায়ে ধাক্কা লেগে অর্থনীতি লিমন মাটিতে পড়ে যায়। পরে লিমন ধাক্কা লাগার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ১১তম ব্যাচের মসিউর রহমান দূর্জয় ও ১২ তম ব্যাচের আব্দুর রহমান মাহমুদ মিলে লিমনকে বেধড়ক মারধর করে। এতে লিমনের নাক, মুখ ফেটে রক্ত পড়তে থাকে। এসময় লিমন দৌড়ে কলাভবনের কাঠাল তলায় গেলে আবার তাকে সেখানেও আক্রমণ করা হয়। এতে লিমন বাম হাতে আঘাত পান। পরবর্তীতে তার বন্ধুরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।
এবিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমি এসে দেখি লিমনের নাক দিয়ে রক্ত পড়ছে। তখন তাদের থামানোর চেষ্টা করেছি। এ বিষয়ে শিক্ষার্থীর একটি লিখিত অভিযোগ দিয়েছে সেটা আমি প্রক্টর বরাবর পাঠিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শেষে খাবার দেওয়ার সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা জোর করে রুমে ঢুকতে চায়। এসময় একটু ঝামেলা হয়। তবে আমি বিষয়টা দেখছি।
বিডি প্রতিদিন/হিমেল