কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে ‘ইফেক্টিভ টিচিং মেথড’ শীর্ষক ওয়ার্কশপ। আজ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিসোর্স পারসোন হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস এর স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোপ্রেনিউরিশিপের এসোসিয়েট প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটির বিজনেস স্কুলের প্রধান, এস এম আরিফুজ্জামান আরিফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের প্রধান ড. আব্দুল্লাহ্-আল্ মঞ্জুর হোসেন, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল, শিপিং এন্ড মেরিটাইম সায়েন্স বিভাগের প্রধান ক্যাপ্টেন কাজী আলী ইমাম, ইইই বিভাগের প্রধান ড. মো. শাহরুখ আদনান খান ও ইংরেজী বিভাগের প্রভাষক মিস নুজহাত আফরীনসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।
বিডি প্রতিদিন/হিমেল