সুমাইয়া আক্তার রুম্পা (১৮) রাজশাহী ইসলামিয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী। তার পিতা সেলিম রেজা একজন চা বিক্রেতা। সুমাইয়ার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে সুস্থ করে তুলতে হলে প্রচুর টাকার প্রয়োজন। এ অবস্থায় তার পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
নগরীর মতিহার থানার নতুন বুধপাড়া গ্রামে সুমাইয়াদের বসবাস। দেড় বছর বয়সে চিকিৎসক জানিয়েছিলেন সুমাইয়ার কিডনীতে সমস্যা আছে। এরপর নিয়মিত চিকিৎসা গ্রহণের মধ্য দিয়ে ভালোই ছিলেন। তবে গত ২৯ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান সুমাইয়ার দুটি কিডনী অকেজো হয়ে গেছে।
সুমাইয়াকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার। সাহায্য পাঠাতে ০১৭০৫২৯৭৯৫৯ (সুমাইয়ার বাবা সেলিম রেজা) নম্বরে বিকাশ করে অথবা অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার হিসাব নম্বরে (২০০০২২৫৯৪৭৯) টাকা পাঠানো যাবে।
বিডি প্রতিদিন/হিমেল