ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন উড়িয়ে উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। স্থায়ী ক্যাম্পাসটি উত্তরার ১৭/এইচ সেক্টরে অবস্থিত।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট শেখ কবির হোসাইন, বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য ড. এম. নুরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরী উপস্থিত সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা