
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে হবে : বেরোবি উপাচার্য
বেরোবি প্রতিনিধি
অনলাইন ভার্সন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, সময় ও প্রয়োজনুযায়ী প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন ও প্রয়োগ করে নিজেদের প্রস্তুত করে জাতির সামনে রোল মডেল হতে হবে।
বুধবার একাডেমিক ভবন-২ এ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত সেমিনারে
শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন উপাচার্য।
এসময় তিনি আরো বলেন, খুব শীগ্রই এই বিভাগের শিক্ষার্থীর জন্যে দেশের স্বনামধন্য কোম্পানির মাধ্যমে ইলেকট্রিক ভেহিক্যাল বিষয়ক কর্মশালারও আয়োজন করা হবে।
বিভাগীয় প্রধান ড. সুমন কুমার দেবনাথের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন কেআইটিসি (কাজী আইটি সেন্টার) এর চিফ টেকনোলজি অফিসার ড. খান মো. আনোয়ারুস সালাম। সেমিনারে আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তা জয়ন্ত কুমার পল।

সেমিনারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক জোয়ার্দার জাফর সাদিক, প্রভাষক একেএম মাহমুদুল হকসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বিশ্বব্যাপী বর্তমান তথ্য-প্রযুক্তি নির্ভর চাকরির বাজার এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তুলার সকল পন্থা গুলো সম্পর্কে ধারণা দেন। এছাড়াও সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তরা।
উল্লেখ্য, গেল ৪ মার্চে বেরোবি’র ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে কেআইটিসি’র সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে এই সেমিনারের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর