ভুয়া সংবাদ চিহ্নিত ও প্রতিরোধ, সামাজিক মাধ্যমে সাংবাদিকতার বিস্তার এবং অনলাইনে প্রতিষ্ঠানকে সমৃদ্ধ আর্থিকভাবে লাভবান ও শিক্ষণ কৌশল প্রণয়ন করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিডিয়া টেক চ্যালেঞ্জ বুট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং জার্মানীর ডয়েচে ভেলে একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার থেকে থেকে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইউম এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার বিষয়ে জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে সাংবাদিকতা বিভাগ ও কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ের গণমাধ্যম ব্যবস্থাপকদের সমন্বয়ে কয়েকটি গ্রুপে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক প্রথম আলো, চ্যানেল আই, রেডিও টুডে এবং দ্য ডেইলী স্টার।
এদিকে অনুষ্ঠানটির মাধ্যমে আগামী দিনের সাংবাদিকতা ও তথ্যপ্রযুক্তির মেলবন্ধনে নতুন নতুন এবং প্রাযুক্তিক সমাধান বিষয়ক আইডিয়া বের হয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিযোগিতায় সংবাদকর্মী এবং শিক্ষার্থীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন জানিয়ে প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে তিনটি বেস্ট আইডিয়ার জন্য দুই লক্ষ টাকা করে প্রদান করা হবে এবং আগামী ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে অনুষ্ঠানটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক মামুন আব্দুল কাইউম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর