দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসতে যাচ্ছে আগামী শনিবার। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় চার হাজারের অধিক প্রাক্তন ঢাবি শিক্ষার্থীর এই পূণর্মিলনী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরের সভাকক্ষে এই উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আায়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি এ.কে আজাদ, মহাসচিব রঞ্জন কর্মকার, সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও সদস্য সচিব আশরাফুল আলম মুকুলসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে এ. কে আজাদ বলেন, আগামী ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শতবর্ষ পালন করতে যাচ্ছে। শতবর্ষপূর্তি অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণ ভাবে পালন করতেই এই মিলনমেলা। এতে অংশ নিতে ইতোমধ্যে চার হাজারের অধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
এতে আরও জানানো হয়, ৯ মার্চ সকাল ৮টা থেকে পুণর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও একশত বছরের স্মৃতি জড়ানো প্রামাণ্যচিত্র ও ১০০টি আলোকচিত্র প্রদর্শন করা হবে। এরপর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে।
এতে জাতীয় সংসদের স্পীকার, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ স্বনামধন্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ও সাংবাদিক, শিল্পপতিগণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকেরা। পূণর্মিলনীতে উপস্থিত অতিথিদের জন্য আড্ডা ও গ্রুপ ফটোসেশনের ব্যবস্থাও থাকবে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুণর্মিলনী সমাপ্ত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর