নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ক্যাম্পাসে র্যালি বের করা হয়।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। পরে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে আলোচন সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অথিতি ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজি মো. মহসীন, বাংলাদেশ এ্যান্ড লিবারেশন ওয়ার স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিব্যদুতি সরকার, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডা: মো. মোখলেছ উজ জামান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম রবিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন