কালজয়ী মার্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখা ছাত্রলীগের একাংশ।
বৃহস্পতিবার (৭মার্চ) দুপুরে শাখা ছাত্রলীগের 'সিক্সটি নাইন' গ্রুপের ২০১৬-১৭ সেশনে অধ্যয়নরত নেতাকর্মীদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় বক্তৃতা পর্বে বিজয়ীরা হলেন, ২০১৭-১৮শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু নাসার মোল্লা, সাংবাদিকতা বিভাগের আশিকুর রহমান, ব্যাংকিং বিভাগের জুয়েল ইবনে হোসাইন,পরিসংখ্যান বিভাগের রাজীব খান, লোকপ্রশাসন বিভাগের রেজাউল করিম ইফতি।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেন বাবু, ইংরেজি বিভাগের রবিউল হাসান,আরবি বিভাগের মো. শামীম, পরিবেশবিদ্যা বিভাগের মো. নিলয়,পদার্থবিদ্যা বিভাগের তারেক আজিজ।
অন্যদিকে কবিতা আবৃত্তিতে বিজয়ীরা হলেন,২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাদমান সিহাম, ইতিহাস বিভাগের নাসিরউদ্দীন সিফাত, সমাজতত্ত্ব বিভাগের আজমাইন মাহতাব,ইংরেজি বিভাগের মেহেদী হাসান,আরবি বিভাগের মো. শামীম।
আয়োজক কমিটির সদস্য আজিজুল হাকিম মাটি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার সাথে বক্তৃতা ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে। উক্ত আয়োজনের মাধ্যমে ছাত্রলীগ যে মেধাবী সংগঠন এবং বঙ্গবন্ধুর আদর্শ ও দৃষ্টভঙ্গি লালিত হচ্ছে তার প্রমাণ হয়েছে।
কালজয়ী মার্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বক্তৃতা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরী, ছাত্রলীগ নেতা রাজু মুন্সি ও রনি এবং বিবিএ অনুষদের সাবেক সাধারন সম্পাদক তানভীর তপু এবং শ্রাবন মিজানসহ আরো অনেকে।
বক্তব্য প্রতিযোগিতা ও কবিতা পাঠে বিচারকের দায়িত্ব পালন করেন আরিফুল বারী তানভীর তপু,জহিরুল ইসলাম দিপু,মিজানুর রহমান,ও ইফফাতুল আলম পিটু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর