‘হৃদয়ে আমার যুক্তির হাওয়া, মুক্তি চিরদিন’-এ শ্লোগানে দেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে 'ইউনিমেড এ্যান্ড ইউনিহেল্থ সপ্তম এনডিএফ বিডি-কুএমসিডিসি জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব ও কুইজ প্রতিযোগিতা'১৯।
আজ ও আগামীকাল কুষ্টিয়া মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে এ মিলনমেলা। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বি আর বি হসপিটালস।
সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপি এ আয়োজনে থাকছে র্যালি, উদ্বোধনী ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান, সারা দেশের মেডিকেল কলেজ দলগুলোর অংশগ্রহণে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া আরও থাকছে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, সচেতনতামূলক সাংস্কৃতিক আয়োজন, চিকিৎসা বিষয়ে সেমিনার এবং সবশেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
উৎসবে আজীবন সম্মাননা প্রদান করা হবে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম মোস্তানজীদকে। উৎসবে অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফসহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ