শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আইনি সহায়তা ও শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা কাজে ফেলোশিপ প্রদান করবে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সভা কক্ষে ব্লাস্টের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন ও ব্লাস্ট এর পক্ষে সংগঠনটির প্রধান আইনি পরামর্শক সাবেক বিচারপতি মো. নিজামুল হক এই সমঝোতা চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদে, ব্লাস্টের সমন্বয়ক মো. ইরফানুজ্জামান চৌধুরী প্রমুখ।
চুক্তি স্বাক্ষরকালে ব্লাস্টের প্রধান আইনি পরামর্শক সাবেক বিচারপতি মো. নিজামুল হক বলেন, ‘আমাদের দেশে অনেক ভিকটিম আছে কিন্তু তারা আইনের সহায়তা নিতে আসে না। কারো কোন সমস্যা থাকলে তা নিয়ে আসতে হবে, আমাদের জানাতে হবে। আমরা আইনি বিষয়ে সর্বোচ্চ সহায়তা প্রদান করতে প্রস্তুত।’
এসময় কারো কোন বিষয়ে আইনি সহায়তা লাগলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/হিমেল