শিক্ষার্থীদেরকে বাংলা সাহিত্যে ও সংস্কৃতি চর্চার প্রতি উদ্বুদ্ধ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগ তিন দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় বিভাগের ১৫০ নম্বর কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, আধুনিক গান, নজরুল সংগীত, সাধারণ নৃত্য, লোক সংগীত, উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়ে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
বিভাগের সাহিত্য ও সাংস্কৃতিক উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. সুমাইয়া খানম বলেন, ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করা প্রতিটি বাঙালির অত্যবশ্যকীয় দায়িত্ব। সেই চেতনা থেকেই আমরা আমাদের বিভাগের প্রত্যেক শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করতে চাই। বিভাগের শিক্ষার্থীরা সংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি। শিক্ষা ও সংস্কৃতি আমাদের চিত্তকে বিকশিত করবে বলে প্রত্যাশা করছি।’
বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের বিভাগের শিক্ষার্থীরা সমৃদ্ধি লাভ করবে। এর আগেও বিভাগে এমন প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। সবার সহযোগিতা থাকলে সামনের দিনেও এ আয়োজন অব্যাহত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাফিউল আন্তিকাম বন্ধনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান খান, সহকারী অধ্যাপক মানিকুল ইসলাম, সহকারী অধ্যাপক তানিয়া তহমিনা সরকার, সহকারী অধ্যাপক গৌতম দত্ত, প্রভাষক মনোরমা ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল