Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ মার্চ, ২০১৯ ১৪:৩৬

নিরাপদ সড়কের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

নিরাপদ সড়কের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ঢাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কর্নকাঠী এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র শফিকুল ইসলাম।

মানববন্ধনে ঢাকার প্রগতি স্মরণীর জেব্রা ক্রসিংয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাসের চালক ও হেলপারের কঠোর শাস্তির দাবি করা হয়। বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে এর আগে আন্দোলন হয়েছিলো। তখন আন্দোলনের মুখে সরকার নিরাপদ সড়ক আইন করলেও গণপরিবহনে নৈরাজ্য চলছে এখনও। বেপরোয়া চলাচলের কারণে জেব্রা ক্রসিংয়ে প্রাণ গেছে বিশ্ববিদ্যালয় ছাত্রের।

মানববন্ধন থেকে বাসের চাপায় ছাত্র হত্যার বিচারের পাশাপাশি ঢাকায় নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়। মানববন্ধন শেষে শিক্ষাথীরা একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেন।


বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য