চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দেয়ার জন্য প্রশাসন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। চাকসু নির্বাচন দেয়ার জন্য খুব তাড়াতাড়ি একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেয়ার জন্য বেশ কিছু বিষয়ে কথা হয় বলে জানা যায়। এছাড়া এ নির্বাচন দেয়ার জন্য প্রশাসন নীতিগত সিদ্ধান্তও নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, খুব অল্প সময়ের মধ্যে একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হবে। হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের তালিকা হালনাগাদ করা হবে। আজকে চাকসু নির্বাচন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নির্বাচন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন কিভাবে হবে, গঠনতন্ত্র অনেক পুরোনো সেটিকে কিভাবে সংশোধন করা যায় তা নিয়েও আলোচনা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন