বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতার উপর সদ্য প্রবর্তিত ‘সার্টিফিকেট কোর্সে’ ভর্তি শুরু হয়েছে।
দুই মাস মেয়াদী এই কোর্সের ভর্তি কার্যক্রম ২১ মার্চ থেকে শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত চলবে।
গত বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস এবং সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকতে হবে। কোর্সে ভর্তি ফি ১৫ হাজার ২শ’ টাকা। কোর্সের মেয়াদ ২ মাস। প্রতি শুক্র এবং শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস চলবে। ভর্তির আবেদন ফরম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস থেকে ৫০ টাকা মূল্যে সংগ্রহ করা যাবে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। সদ্য প্রবর্তিত এই কোর্সে সিমীত সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন