বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাদুঘর পরিদর্শনকালে রাষ্ট্রদূত সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
জাদুঘর পরিদর্শন শেষে রাবির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক এ আর এম আব্দুল মজিদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন