নীতি ও আদর্শ মেনে চলে দেশের চলমান উন্নয়ন টেকসই ও গতিশীল রাখতে এবং দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২০তম সমাবর্তনে অংশ নিয়ে তিনি এ আহবান জানান।
আইইউবি’র ২০তম এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ২৯টি প্রোগ্রামের অধীন ১১৬৬ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এই ১১৬৬ জনের মধ্যে ৮২৫ জন আন্ডারগ্র্যাজুয়েট এবং ৩৪১ জন শিক্ষার্থী মাস্টার্স প্রোগ্রামের আওতাধীন। এ বছর ভ্যালেডিক্টোরিয়ান এবং চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন স্কুল অব লাইফ সায়েন্সেস-এর ছাত্রী সামারা তাওজিয়াত চৌধুরী। এছাড়া নিয়মিত পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ৪ শিক্ষার্থীকে মেডেল ও ক্রেস্ট দেওয়া হয়। রাষ্ট্রপতি আইইউবি’র গবেষণা কার্যক্রম ও অ্যাকাডেমিক কার্যক্রম নিয়েও ভূয়সী প্রসংশা করেন।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, শিক্ষাজীবন আজীবনের। এতে সবকিছু সহজ ও নিয়ন্ত্রণযোগ্য থাকে। জীবন অসামান্যভাবে সাধারণ এবং বাস্তবতায় ঘেরা। পার্থিব কোন কিছুর মোহে ছুটতে গিয়ে জীবনকে তাই কঠিন করে তুলো না। তুমি যা করতে ভালবাস, সেটাই করো এবং মানবতা রক্ষায় সমুন্নত থাকো। এতে তোমার জীবনের গল্প অন্যের কাছে হবে অনুকরণীয়।
২০তম সমাবর্তনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিটেজ চেয়ারম্যান এ মতিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম. ওমর রহমান। লক্ষ্যে অটুট থেকে দায়িত্ব নিয়ে সমাজের উন্নয়নে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন উপাচার্য।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন আইইউবি’র ইএসটিসিডিটি’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান রাশেদ চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন।
বিডি প্রতিদিন/ফারজানা