এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। রবিবার রাতে জেলা ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের ৫৭ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা কৌশলে হস্তগত করেন ওই কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা অমি ও সাধারণ সম্পাদক ইমন শেখ আমিন। সংগৃহীত টাকা কলেজে জমা না দিয়ে ওই দুই ছাত্রলীগ নেতা সেটি আত্মসাত করেন। এমন কি তাদের পরীক্ষার ফরম পর্যন্ত কলেজে জমা দেননি।
ফলে গত ৩০ মার্চ অন্যান্য পরীক্ষার্থীদের মত ওই ৫৭ জন পরীক্ষার্থী কলেজে প্রবেশপত্র নিতে এসে ব্যর্থ হন। তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষ ও মাগুরা জেলা ছাত্রলীগেকে জানায়।
এ সময় প্রাথমিক তদন্তে আদর্শ কলেজ ছাত্রলীগের ওই নেতাদের বিরুদ্ধে ফরম পূরণের সমুদয় অর্থ আত্মসাতের প্রমাণ মেলে। যে কারণে জেলা ছাত্রলীগ ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস জানান, ছাত্রলীগের ওই দুই নেতা যে ৫৭ জন পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের জন্য মাথাপিছু ৪ হাজার থেকে ৬ হাজার টাকা সংগ্রহ করেছে। তাদের মধ্যে মাত্র ৭ জন নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হয়েছিল। তারা ৩০ মার্চ তারিখে কলেজে এসে ঘটনা জানানোর পর স্থানীয় এমপি সাইফুজ্জামান শিখরের সহযোগিতায় দ্রুত যশোর বোর্ডে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। অন্যরা অকৃতকার্য হওয়ায় তাদেরকে পরীক্ষা দেওয়ানো যায়নি। তবে কৃতকার্যদের পাশাপাশি অকৃতকার্যদের কাছ থেকে এ ধরনের অবৈধ অর্থ গ্রহণ বড় ধরনের একটি অপরাধ। এ বিষয়ে আমরা আইনী ব্যবস্থা নেব। পাশাপাশি তাদের সমুদয় অর্থ অভিযুক্তদের কাছ থেকে আদায় করে ফেরতের ব্যবস্থা নেব। এছাড়া এই ঘটনার সাথে কলেজে কর্মরত কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনা জানাজানির পর থেকেই আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রলীগের অভিযুক্ত সভাপতি সম্পাদক গা ঢাকা দিয়েছে। এমনকি সোমবার তাদের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার