শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক উপাচার্য সম্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভারত ও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন উপাচার্য ও আচার্য অংশগ্রহণ করবে। সম্মেলনের সদস্য সচিব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলরস: নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটিস অব বাংলাদেশ এন্ড ইন্ডিয়া (আইসিভিসি) শিরোনামে আয়োজিত সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং আইসিভিসির ‘দ্যা কনভেনশন’ সেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়্যারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
এ ব্যাপারে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি, দেশে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের সম্মেলনে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা