রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মদ পানে মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে ভর্তির পর সকাল ৮টার দিকে মারা গেছেন। তারা ‘অজানা বিষক্রিয়ায়’ আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
ওই দুই শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২য় বর্ষের ছাত্র ও দৌলতপুর থানার কবির আলম খানের ছেলে মুহতাসিম রাফি খান ও অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্র ও ডেমরারর ছোট রাউতরা গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে তুর্য রায়। এদের মধ্যে মুহতাসিম ছালছাবিল মেসে ও তুর্য সাইদ টাওয়ারের মেসে থাকতেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবীর জানান, নগরীর মুন্নাফের মোড় এলাকায় ছাত্রাবাসে তারা মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পর ভোরে তাদের মৃত্যু হয়। তাদের সাথে মদ পানে রুয়েটের আরেক ছাত্র অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।
হাসপাতালে দুই ছাত্রের কাগজপত্রে লেখা আছে, তারা ‘অজানা বিষক্রিয়ায়’ আক্রান্ত। তবে তাদের সহপাঠীদের বরাত দিয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, তারা মদ পান করেছিলেন। সেটা বিষাক্ত হতে পারে অথবা অতিরিক্ত পানের কারণেও তাদের মৃত্যু হতে পারে। একই ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরেক ছাত্র এই হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লু’ফর রহমান বলেন, আমি যতটুকু শুনেছি অতিরিক্ত মদপানের ফলে ছেলে দু'টি মারা গেছে। কিন্তু এর পেছনে আর অন্য কোনো কারণ আছে কি না সেই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে বের করবে।
অন্যদিকে, পাবনার ঈশ্বরদীর রুপপুর প্রকল্পের বেলি দিমেত্রি (৪১) নামের এক রাশিয়ান প্রকৌশলী শনিবার রাতে মদপান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিন বিদেশী।
রাজশাহী মহাগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, রাবির দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। কারণ তারা দুজনে পৃথক মেসে থাকতো। তারা একত্রে মাদক নিয়েছে নাকি এর সাথে অন্য কোন বিষয় জড়িত আছে এটি তদন্তের বিষয়।
তিনি আরও জানান, রাশিয়ান নাগরিকটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা অ্যালকোহল সেবন করেছিলেন। তিন জনের মধ্যে একজন মারা গেছেন ও দুই জন এখনো রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। আরএমপির তরফ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা