অস্ত্র মামলায় আটক ছয় ছাত্রলীগকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনিদির্ষ্টকালের ধর্মঘট চলছে। দুই ঘণ্টা ধরে তালাবন্ধ রয়েছে মূল ফটক। যেখানে লেখা রয়েছে মামলা তুলো, গেইট খুলো। এছাড়াও নানান ধরনের স্লোগান সম্বলিত ব্যানার আর ফেস্টুন হাতে আন্দোলনে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আন্দোলনরত ছাত্রলীগ নেতারা জানান, আমাদের ভাইদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদের ভাইদের ওনি বেলাল ইচ্ছাকৃতভাবে অস্ত্র মামলা দিয়েছে। সে কারণে আমরা তারও পদত্যাগ চাই। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
জানা যায়, গত মঙ্গলবার ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষ চলাকালীন ৬ ছাত্রলীগকর্মীকে আটক করেন । তাদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র মামলায় কোর্টে চালান দেয় চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা