চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার ক্যাম্পাসগামী সকাল সাড়ে ৭টা ও ৮টার ট্রেন ছেড়ে যায়নি।
চট্টগ্রাম স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের চলমান ঝামেলার কারণে আজকেও (সোমবার) বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, অস্ত্র মামলায় কারাগারে থাকা ৬ ছাত্রলীগকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে আন্দোলনে নামে শাখা ছাত্রলীগ।
আন্দোলনকারীদের বাধার মুখে রবিবার সকাল থেকে শিক্ষকদের কোনো বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি। ক্যাম্পাসে বন্ধ ছিল রিকশা ও সিএনজি চলাচলও। মূল ফটকে তালা লাগিয়ে দেয় অবরোধকারীরা। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়। এক পর্যায়ে পুলিশ ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ করে দেয়।
বিডি প্রতিদিন/কালাম