চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অবরোধে বিশ্ববিদ্যালয় পরিবহণ পুলের গাড়িগুলোকে সুপার গ্লু দিয়ে অকেজ করে দেওয়া হয়েছিল। তাই আজকেও সেখান থেকে কোন ধরনের গাড়ি শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতিও ছিল কম। শিক্ষার্থীদের প্রধান বাহন শাটল ট্রেনও ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসেনি। ফলে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, কালকে আমাদের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে মামলা দায়ের হবে। লোক মাস্টারদের নিরাপত্তার কারণে তারা শাটল চলাচল বন্ধ রেখেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবহণ পুলের গাড়িগুলো নষ্ট করে দেয়ার কারণে সেখান থেকে কোন গাড়ি শহরের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর