বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা লোকমান হোসনকে হলে ঢুকে ছাত্রলীগের কর্মীরা বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শের-ই বাংলা হলের ১০০২ নম্বর কক্ষে ঢুকে মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র লোকমানকে মারধর করা হয়। পরে আহতাবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসাধীন লোকমানকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
গত এক মাসেরও বেশি সময় ধরে উপাচার্য বিরোধী আন্দোলনের সময় কিছু লোক আন্দোলন বাধাগ্রস্থ করতে চেয়েছিল। সেটা না পাড়ার কারণে আমার ওপর হামলা করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে বলে জানান লোকমান।
শিক্ষর্থীরা জানায়, এই হামলা অপ্রত্যাশিত। ছাত্রলীগ নামধারী রাকিব, সোহেল, সালাউদ্দিন শান্ত এবং রিফাতের নেতৃত্বে একদল লোক আকস্মিক লাঠি-সোটা নিয়ে হামলা চালানোয় তাদের পক্ষে সেটা মোকাবেলা করা সম্ভব ছিলে না। তাই তাকে বেদম পিটিয়েছে তারা।
শিক্ষার্থীরা এই হামলার নিন্দা জানান এবং হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
দীর্ঘ ৩৪ দিনের উপাচার্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত সোমবার উপাচার্যকে তার পূর্ণ মেয়াদে ছুটি দেন চ্যান্সেলর। ৩৫ দিনের মাথায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনের তালা খুলে দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন