শৃঙ্খলাভঙ্গের অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের জন্য এই বছরের ৯ ডিসেম্বরকে তারিখ হিসেবে নির্ধারণ করেছেন তারা।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিন্ডিকেট সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘বাংলাদেশ প্রতিদিন’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীায় অসদুপায় অবলম্বন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প মেডিকেল কলেজসহ অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছেন।
উল্লেখ্য, বহিষ্কৃত এসব শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ সুপারিশ করে। মঙ্গলবার শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুমোদন দেয় সিন্ডিকেট।
তিনি আরও জানান, ৫২তম সমাবর্তন অনুষ্ঠানের জন্য আগামী ৯ ডিসেম্বরকে নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এই তারিখ নির্ধারণ করেছিল।
জানা গেছে, ওই দিন সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন জাপানের নোবেল বিজয়ী তাকাকি কাজিতা। তিনি ২০১৫ সালে পদার্থের অণুতে নিউট্রিনোর রূপ বদলের স্বরূপ খুঁজতে গিয়ে এ কণার ভর থাকার ইঙ্গিত পাওয়ার জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন/ফারজানা