জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো ১৬ মে পর্যন্ত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথম সমাবর্তন-২০১৯ এর রেজিস্ট্রেশনের মেয়াদ আগামী ১৬ মে রাত ১২.০০ টা পর্যন্ত বৃদ্ধি করা হল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) যে সকল বিভাগের স্নাতক/বিবিএ এর ফলাফল প্রকাশিত হয়েছে এবং যারা ডিগ্রি অর্জন করেছেন তারাও ১৬ মে মধ্যে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময়সীমা আর বৃদ্ধি করা হবেনা বলেও জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর