চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়-ক্ষতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত রয়েছে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকাগুলোতে কাজ করতে প্রস্তুত রয়েছে।
শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ বলেন, ঘূর্ণিঝড় ফণী'র আগ্রাসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে শতাধিক নেতাকর্মী পাশে থাকবে।
উল্লেখ্য, সম্ভাব্য আক্রান্ত ১৯ জেলায় ছাত্রলীগের ৫০০০ স্বেচ্ছাসেবক ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। প্রস্তুতি নিচ্ছে অন্যান্য সকল নেতাকর্মীরাও।
বিডি প্রতিদিন/হিমেল