চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ৫২টি বিভাগ ও ইনস্টিটিউট, ৫ টি গবেষণা কেন্দ্র অধীভুক্ত ২২ টি কলেজ, ১টি অনুষদ, ১টি ইনস্টিটিউটে ৪৩০ টি কর্মচারীর পদ শূন্য রয়েছে। এসব পদের জনবল নিয়োগের অর্থ বরাদ্দের জন্য ২০১৭ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে আবেদনও করে। নিয়োগের অর্থ বরাদ্দ না পাওয়ায় কর্মচারী সংকটে রয়েছে ।
রবিবার দুপুর আড়াইটার দিকে উপাচার্যের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংকটের কথা জানান চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট সকল বিভাগ, ইনস্টিটিউট ও হলের একাডেমিক এবং প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে। ইউজিসি অর্থ বরাদ্দ না দেওয়ায় সৃষ্ট সংকট নিরসন এবং বিভাগ, ইনস্টিটিউট, হল ও রিসার্চ সেন্টারগুলোর কার্যক্রম সচল রাখতে বিশ্ববিদ্যালয় উপাচার্য দৈনিক ভিত্তিতে কয়েকজনকে বিশ্ববিদ্যালয় আইন ও বিধি মেনেই কর্মচারী নিয়োগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দীনসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন