ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৌসুমী আক্তার মৌ। ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর জীবনের লক্ষ্য অর্জনে নিজেকে প্রস্তুত করতে বদ্ধপরিকর ছিল মৌ।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হাসপাতালের বেডে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে মৌ। তার রক্তে ছড়িয়ে পড়েছে এসএলই ভাইরাস। বর্তমানে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। প্রতিদিন ক্রমাগতভাবে তার শরীরের কোষগুলো ভেঙে যাচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এটি ক্যান্সারের জীবানু সংক্রমণ হওয়ার সর্বশেষ স্তর। তাকে সুস্থ করতে দরকার উন্নত চিকিৎসা। প্রতিদিন প্রায় বিশ হাজার টাকা তার চিকিৎসা ব্যয়ে খরচ হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে এখনো দরকার প্রায় ৪ লাখ টাকা।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কবিরপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে মৌসুমী। তার বাবা একজন দিনমুজুর। তার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তাই মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তার অসহায় বাবা।
এদিকে মৌয়ের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তার পাশে দাঁড়িয়েছে সহপাঠীরা। দিনরাত তারা অর্থ সংগ্রহে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন স্থানে। বান্ধবীকে বাঁচাতে পরিবারের পাশাপাশি সার্বক্ষণিক পাশে রয়েছেন তারা। চিকিৎসা ব্যয়ের টাকা যোগাড় করতে সহৃদয়বান ব্যক্তিদের সহায়তা চেয়েছেন তারাও।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন