একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
মঙ্গলবার এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশের আধুনিক বাংলা গানের জগতে একজন জনপ্রিয় ও খ্যাতিমান সংগীতশিল্পী ছিলেন সুবীর নন্দী। তিনি বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য দেশবাসীর কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সুবীর নন্দী মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৯/মাহবুব