স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থীদের সংগঠন 'স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম' (এস ইউজেএফ) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এসএম ইলিয়াস মিরন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে এই ফোরামের কমিটিও ঘোষণা করা হয়। ছাইফুল ইসলাম মাসুমকে সভাপতি ও সানমুন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি খাদিজা আক্তার মুন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক নুহাশ আলমগীর ও মো. সোহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ সম্পাদক হাসান ওয়ালী, দপ্তর সম্পাদক রায়হান শোভন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাজহারুল ইসলাম তামিম, সাংস্কৃতিক সম্পাদক মেসবাহ হাসান, সদস্য নাসির আহমেদ পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য হৃদয় সম্রাট, মোহাইমেনুল ইসলাম, আকরাম হোসেইন ও হাসিব জুনায়েদ সিয়াম।
বিডি-প্রতিদিন/ফারজানা